,

হবিগঞ্জে আব্দুল কাদের মোল্লার প্রথম শাহাদাত বার্ষিকী পালিত

প্রেস বিঞ্জপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, বিশিষ্ট বুদ্ধিজীবি ও প্রখ্যাত সাংবাদিক শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত শান্তি পূর্ণ বিক্ষোভ (২য় পৃষ্ঠায় দেখুন) কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ শহরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও: মুশাহীদ আলী, পৌর আমীর কাজী মহসিন আহমদ, শিবিরের জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, এইচ আরডি সম্পাদক হাবিবুর রহমান খাঁন, বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক নাদির শাহ প্রমুখ। মিছিল উত্তর সমাবেশে মাও: মুশাহীদ আলী বলেন, সরকার জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে নিজেদের মনগড়া আইন দ্বারা মানবতাবিরোধী অপরাধের সাজানো অভিযোগে মিথ্যা স্বাীর অসংলগ্ন সালেমঘ্যর ভিত্তিতে বিতর্কিত বিচারপতিদের দিয়ে রায় পাঠ করায়ে তাকে রিভিউ আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার প্রমাণ স্বয়ং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায়ে পেশ করেছেন। তাঁকে হত্যা করার প্রায় একবছর পর সর্বোচ্চ আদালতের রায়ে তাঁর রিভিউ আবেদন ‘মেনটেনাবল’ বলা হয়েছে। তড়িঘরি করে তাঁকে হত্যা করার ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে, কোন অপরাধ প্রমাণ মুখ্য নয়, সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করাই মুখ্য উদ্দেশ্য ছিল। ক্ষমতাকে চিরস্থায়ী করে লুটপাট করার ক্ষেত্রে যাদেরকেই প্রতিবন্ধক মনে করবে তাদেরকে হত্যা, গুম, জেল জুলুম নির্যাতনের পুরনো অভ্যাস থেকেই আওয়ামী সরকার আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, এবং জামায়াতের সকল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গণহারে ফাঁসির আদেশ ঘোষনা করাচ্ছে। আব্দুল কাদের মোল্লাকে আইনী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে ঠান্ডা মাথায় যে নির্মম খুন করেছে জনগণ তার উপযুক্ত বদলা নিয়েই ছাড়বে ইনশাল্লাহ। তিনি সকল নেতাকর্মীদের প্রতি আগামী কাল ধর্মপ্রাণ জনতাকে সম্পৃক্ত করে দোয়া দিবস পালন এবং ইয়াতীম মিছকিনদের মাঝে খাবার বিতরণের কর্মসূচী পালন করার জন্য আহবান জানান।


     এই বিভাগের আরো খবর