,

চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সম্পন্ন নাজিম উদ্দিন শামসু নির্বাচিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার মেয়র পদে বিএনপি সমর্থিত নাজিম উদ্দিন শামসু (তালা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারী হিসাবে নাজিম উদ্দিন শামসু (তালা) পেয়েছেন ২৯১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইফুল আলম রুবেল (চশমা) পেয়েছে ২০৮৯ ভোট। ৮শত ২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শামসু। ৯টি ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮৩৪৯। বাতিল ভোট ৮৭ টি। মোট ভোট পড়েছে ৭৫.৩১%। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন স¤পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেলে ৪টা পর্যন্ত। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ জন পুলিশ মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিমও ছিল। পাশাপাশি রয়েছে র‌্যাব ও পুলিশের আলাদা টহল টিম। এদিকে রোববার রাত থেকেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। পৌর এলাকায় নিষিদ্ধ করা হয়েছে বহিরাগতদের চলাচল ও অবস্থান। মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। রোববার শহরে নির্বিঘেœ ভোটদানের জন্য এবং বহিরাগত ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে মাইকিং করা হয়। নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে নাজিম উদ্দিন শামসু (তালা), সাইফুল আলম রুবেল (চশমা), এসকে ইফতেখারুল গনি খায়রু (দোয়াত-কলম), আফসার মিয়া চৌধুরী (আনারস), জিল্লুুল কাদির লস্কর (কাপ-পিরিচ), আবব্দুল্লা আল মামুন (মাইক) প্রতীক নিয়ে লড়ছিলেন। তাদের মধ্যে পৌর এলাকার উত্তর দিকে ৪ জন এবং দক্ষিণ দিকের ২ প্রার্থী রয়েছেন। অপরদিকে ছাত্রলীগের সাধারণ স¤পাদক কিন ইমেজের সাইফুল আলম রুবেলও কম যান না। সদালাপী রুবেলের পিতাও ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। পিতার আদর্শ আর চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরের ইমেজ কাজে লাগাতে চান। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করতে তিনি পৌর পিতা হতে চান।


     এই বিভাগের আরো খবর