,

হবিগঞ্জে বিএনপি ও পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা গ্রেফতার এড়াতে আত্মগোপনে নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হবিগঞ্জ পৌর মেয়র জি.কে গউছকে জামিন না দেওয়ার প্রতিবাদে এ সংঘর্ষ হয়। গত রবিবার রাত ১টায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করা হয়। মামলায় ২৪৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়ও গং আরো ৩ শতাধিককে আসামী করা হয়েছে। এদের মধ্যে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক ও রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ, ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, আব্দুল আওয়াল মজনু, যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, শাহজাহান রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শারফিন চৌধুরীসহ কয়েকজন। এর আগে গত রবিবার দুপুরে শহরে গাড়ি ভাংচুর করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশের সাথে শহরের থানার মোড়, বেবীস্ট্যান্ড, ফায়ার সার্ভিস রোড ও সায়েস্তানগরে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে সদর থানার ওসি নাজিম উদ্দিনসহ, আহত হয় ১০ জন। তবে অনেক নেতাকর্মীরাই গ্রেপ্তার এড়াতে শহর ছেড়ে গাঁ ঢাকা দিয়েছেন। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর