,

নবীগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জসিম তালুকদার ॥ সরকারের বিভিন্ন সেক্টরে প্রভুত সাফল্য অর্জন এবং অর্জিত সাফল্য বিষেশ করে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশুর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ইত্যাদি বিষয়ে দেশব্যাপী জনগনকে অবহিত করন এবং তাদেরকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষে এক র‌্যালী, আলোচনা সভা গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় শুরুতেই এক বিশাল র‌্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা উদ্বুদ্বকরন সঙ্গীতানুষ্টান অনুষ্টান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী নায়েব আলীর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সংবাদকর্মী মতিউর রহমান মুন্না।


     এই বিভাগের আরো খবর