,

নবীগঞ্জে ষ্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন ও টিউভওয়েল বিতরন বিএনপি জামায়াত অবরোধের নামে নাশকতায় মেতে উঠেছে..সমাজ কল্যাণ মন্ত্রী

রাকিল হোসেন, দীঘলবাক থেকে ॥ সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন, প্রবাসী ভাইয়েরা ষ্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়ে একটি ইতিহাস সৃষ্টি করেছেন। যা এই এলাকার মানুষ চিরদিন মনে রাখবে। তিনি প্রবাসীদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। সেই অগ্নিঝড়া দিনগুলিতে প্রবাসীরা বাংলার স্বাধীনতার জন্য একেকজন দূত হিসেবে কাজ করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে গিয়ে মাঝাভাঙ্গা বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে জাঙ্গি তৎপরতা শুরু করে নাশকতা সৃষ্টি করছে। তিনি এ সকল অশুভ তৎপরতা প্রতিহতের জন্য জনগণের প্রতি আহবান জানান। তিনি গতকাল দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ষ্টেডিয়াম নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও টিউভওয়েল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উক্ত সংগঠনের চেয়ারপার্সন মঈন উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং লিমন শাহেন শাহ’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন। বিশেষ অতিথি ছিলেন বাংরাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হুসেন চৌধুরী প্রমূখ। পরে দুঃস্থদের মধ্যে ৫০টি টিউভওয়েল বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর