,

জেলা আইন শৃঙ্খলা সমন্বয় বিষয়ক সভা নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে..জেলা প্রশাসক জয়নাল আবেদীন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক, রাজনৈতিক ও দল-মতের উর্ধ্বে থেকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, গাড়ী ভাংচুর, পেট্রোল, ককটেল বিস্ফোরণসহ নাশকতা প্রতিরোধে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ভিডিপিসহ প্রশাসনকে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সহযোগিতা করতে হবে। গতকাল ২০ জানুয়ারী মঙ্গলবার সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পুলিশ সুপার বলেন, আমরা কোন দলকে দমন করতে চাইনা, শান্তিপূর্ণভাবে কর্মসুচি পালন করলে অতিথে যেভাবে পুলিশ সহযোগীতা করছে সেভাবে সহযোগিতা করবে। কর্মসুচির নামে নাশকতা করলে পুলিশ কাউকে ছাড় দেবে না। আমরা চাই হবিগঞ্জবাসিকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাখতে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা ফেরদৌসী এর যৌথ পরিচালনায় সভায় বক্তৃতা করেন, বিজিবি ৫৫ অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন, আনসার বিডিপি কমান্ডার মাহবুব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, আজমিরীঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, চুনারুঘাট উপজেলা আবু তাহের, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, চুনারুঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন সামছু, বাহুবল মডেল থানার ওসি আলী ফরিদ, বানিয়াচঙ্গ থানার ওসি লিয়াকত আলী, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ খাঁন, আব্দুল আউয়াল তালুকদার, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, অ্যাডভোকেট জাবেদ আলী, আবুল খায়ের গোলাপ, আনোয়ার হোসেন, সৈয়দ লিয়াকত হাসান, আবু আলী ইসয়াক চৌধুরী, আব্দুল আউয়াল, আব্দুল রাজ্জাক, এনাম খাঁন চৌধুরী ফরিদ, মাহফুজুর রহমান, শেখ মুক্তার হোসেন বেনু, সরকার আব্দুস শহীদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, জালাল উদ্দিন খন্দকার, এহিয়া চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর