,

হবিগঞ্জে জাইকা ও গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ ৫০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলাধীন রাজিউড়া ইউনিয়নের জাইকা প্রকল্পের সাথে গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১ টা থেকে দুপুর ২টা পযর্ন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাইকা প্রকল্প ডেজার মেশিন দিয়ে গুচ্ছ গ্রামের খাল খনন করতে চাইলে গ্রামবাসী বাধাঁ প্রদান করে। এসময় জাইকা প্রকল্পের শ্রমিকদের সাথে ঐ গ্রামের নারী পূরুষের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। এসময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পুলিশ ১৬ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে সদর থানার ওসি (তদন্ত) সহ অর্ধ শতাদিক আহত হয়েছে। আহতদের মধ্যে ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর, সেতু রঞ্চন দাস ও ডলিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার দেওয়া হয়েছে। এছাড়া ঐ গ্রামের গুলিবিদ্ধ কামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোহাগ মিয়া, আঃ হাই, জায়েরা বেগম, ও জাহানারাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা গ্রেফতারের ভয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এব্যাপারে মামলার প্রস্থতি চলছে।


     এই বিভাগের আরো খবর