,

হবিগঞ্জে মর্মস্পর্শী ৭১’র স্থানীয় প্রিমিয়ার অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সমর্পন নিবেদিত মোতাচ্ছিরুল ইসলাম প্রযোজিত ইফতেখার আহমেদ ফাগুন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্মস্পর্শী-৭১’ এর স্থানীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন। এ সময় হবিগঞ্জ জেলার সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও এডভোকেটবৃন্দ উপস্থিত ছিলেন। ১মর্মস্পর্শী৭১’ সম্পর্কে অনূভূতি জানাতে অতিথিরা বলেন, মর্মস্পর্শী ৭১ বর্তমান প্রজন্মের শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে শিখাবে। নতুন প্রজন্মের ফিল্মমেকারদের কাছ থেকে এমন আরও ভাল কাজ আশা করেন তারা। অনূভুতি প্রকাশের পর মর্মস্পর্শী ৭১ স্বল্পদৈর্ঘ্য চলচ্চইত্রটি প্রদর্শন করা হয়। উল্লেখ্য, আগামী ২৪-৩০ জানুয়ারী ঢাকায় অনুষ্টিতব্য অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে মর্মস্পর্শী ৭১। এছাড়াও হবিগঞ্জ শহরে আলোড়ন সৃষ্টি করেছে চলচ্চিত্রটি।


     এই বিভাগের আরো খবর