,

শারিরীক ও মানুষিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই..মুনিম চৌধুরী বাবু এমপি

মোঃ জসিম তালুকদার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, শারিরীক ও মানুষিক বিকাশে খেলা ধুলার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এদেশের খেলাধূলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে দেশে জ্বালাও পুড়াওর মাধ্যমে দেশে নাশকতা সৃষ্টি করে দেশকে তালেবানী রাষ্ট্র বানানোর নীল নকশায় মেতে উঠেছে। তিনি গতকাল বিকালে নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর মাঠে এম.এ মুনিম চৌধুরী বাবু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। চৌশতপুর গ্রামের ইলাভেন স্টার ক্রিকেট ক্লাবের আয়োজনে সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী। বক্তব্য রাখেন ইজাজ মিয়া, খলিলুর রহমান দুদু, ফুরুক মিয়া, আব্দুল ওয়াহিদ, আল আমিন, জেলা জাপা নেতা তুহিন, পৌর ছাত্র সমাজ নেতা মিলন চৌধুরী, রিপন সুত্রধর, মালিক খাঁন প্রমূখ। ফাইনাল খেলায় ফ্রেন্ডস ক্লাব ৪০ রানে জয় লাভ করে চ্যাম্পয়িন হওয়ার গৌরব অর্জন করে। টসে জয়ী হয়ে ফাইনাল ম্যাচে ফ্রেন্ডস ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান করতে সক্ষম হয়। জবাবে এলিভেন ষ্টার ১৫৪ রানে অল আউট হয়। খেলায় ম্যান অব দা ফাইনাল ফ্রেন্ডস ক্লাব সাইফুল এবং ম্যান অব দা সিরিজ সুমন আহমেদ নির্বাচিত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, আল আমিন ও মিজান। চ্যাম্পিয়ন ট্রপি স্পন্সর করেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল।


     এই বিভাগের আরো খবর