,

খালেদার জিয়ার আরেকটি শনিবার

সময় ডেস্ক ॥ ছেলের মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার দুপুরে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ৩৪ বছর আগের একই দিনে এমনই এক শোকাবহ ঘটনার মুখোমুখি হন বেগম জিয়া। যেদিন জীবনের সবচেয়ে শোকাবহ ও মর্মান্তিক খবর আসে তার কাছে। জানতে পারেন তিনি বিধবা হয়েছেন। তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছেন। একজন স্ত্রীর কাছে স্বামীর মৃত্যুর খবরের চেয়ে শোকাবহ খবর আর কি হতে পারে। এই খবর পাওয়ার পর তার কাছে যেন মনে হয়েছিল তার উপর আকাশ ভেঙ্গে পড়েছে। ৩৪ বছর পর আবারো একই দিনে আরো একটি বেদনাবিধুর খবরের মুখোমুখি হতে হলো তাকে। মায়ের কাছে সন্তানের মৃত্যুর খবর এ যেন কোন ভাবেই মেনে নেয়ার মতো নয়। অথচ এমনই একটি খবর শুনতে হলো তার ভাইয়ের বউদের কাছ থেকে। সূত্র জানায়, ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ৩৬ ঘণ্টার হরতালের ঘোষণা দেওয়ার পর শনিবার দুপুরে অফিসে বসে সংবাদপত্র পড়ছিলেন খালেদা জিয়া। ওই সময়ে পূর্ব নির্ধারিত কোন সময় ছিল না তার দুই ভাইয়ের বউ নাসরীন এস্কান্দার ও কানিজ ফাতেমার সেখানে তার কাছে যাওয়ার। কিন্তু তারা যে খবর পেয়েছেন না গিয়ে কোন উপায় ছিল না। এই জন্যই তারা অসময়ে তার কাছে যান। তাদের কাছে তখন কোকোর মৃত্যুর সংবাদ। তারা সেখানে অন্যদিন গেলে সঙ্গে খাবার নিয়ে যান, অথচ আজ সেটা ছিল না। খবরটি ঠিক কিভাবে দিবেন বুঝতে পারছিলেন না। তারপরও কস্ট করেই সেই খবরটি দেন তারা। কোকোর মৃত্যুর সংবাদে তার পরিবার ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সূত্র আরও জানায়, ছেলের মৃত্যুর খবর পেয়ে খালেদা জিয়া খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছেন। ওষুধ পর্যন্ত খাচ্ছেন না। তিনি অসুস্থ হয়ে যেতে পারেন এই আশঙ্কায় তাকে চেক আপে রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এই ব্যাপারে কাজ করছেন।


     এই বিভাগের আরো খবর