,

ইনাতগঞ্জে স্বরস্বতী পুজা উপলক্ষে আলোচনা সভা

রাকিল হোসেন, ইনাতগঞ্জ ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন নিজের ধর্ম পালনে যথটুকো মনোযোগী হওয়া প্রয়োজন, ঠিক তথটুকো মনেযোগী হতে হবে অন্যের ধর্ম পালনে। সেই নীতিই অনুসরণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন শততা ও দেশ প্রেম নিয়ে কাজ করতে চাই। আপনাদের সেবা করার জন্য প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবক হিসেবে প্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি আপনাদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দ থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাই। তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামলিীগ যখন ক্ষমতায় আসে এ দেশের উন্নয়ন হয়। আর এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি সংগঠন ধর্মের নামে রাজনীতি করে সংখ্যালঘুদের উপর হামলাসহ হরতাল অবরোধ দিয়ে আগুনে পুড়িয়ে সাধারন মানুষকে হত্যা করছে। সন্ত্রাস চালিয়ে এ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবেনা। যারা ধ্বংসের রাজনীতিতে মেতে উঠেছে তাদের বিরুদ্দে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতা কর্মীদের প্রতি তিনি আহবান জানান। তিনি গতকাল রোববার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপি শাখা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নিজ আগনা গ্রামে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুর মালিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমদ। বক্তব্যে রাখেন, আওয়ামীলীগ নেতা ভৈরব সরকার, তাহিদ মিয়া মেম্বার, আব্দুল হান্নান, রথীন্দ্র সরকার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উক্ত ওয়ার্ডে একটি মন্দির নির্মাণ ও গ্রামের রাস্তা সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করার ঘোষণা করেন। পরিশেষে তিনি দুস্ত হিন্দু মহিলাদের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর