,

প্রান্তিক জনপদের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিতে চাই..মুনিম চৌধুরী বাবু এমপি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের এমপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, ‘অবহেলিত নবীগঞ্জ-বাহুবল উপজেলাকে মডেল এলাকায় রূপান্তরিত করতে চাই। প্রান্তিক জনপদের ঘরে ঘরে পৌছে দিতে চাই বিদ্যুতের আলো।’ তিনি বলেন, ‘অবহেলিত আশাতলা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রমান করেছি আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তাই এলাকার সার্বিক উন্নয়নে আমার বিরামহীন প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ তিনি গতকাল রবিবার সকালে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের আশাতলা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আশাতলা গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল খালেকের সভাপতিত্বে ও লক্ষন সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, পল্লী বিদ্যুতের জিএম সোলেমান মিয়া, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার, জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ও মীরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাঃ এমদাদুল হক সবুজ, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আহাদ, পল্লী বিদ্যুতের এজিএম মোক্তার হোসেন, স্নানঘাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জালাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আঃ করিম ও জেলা ছাত্রসমাজের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম শরীফ চৌধুরী জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি নেতা শামীম আহমদ, পুটিজুরী যুব সংহতি সভাপতি ওয়াহিদ মিয়া, স্নানঘাট যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, পুটিজুরী যুব সংহতি সাধারণ সম্পাদক ফজলু মিয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে আশাতলা গ্রামের ১১২টি বৈদ্যুতিক মিটারের উদ্বোধন করা হয়।


     এই বিভাগের আরো খবর