,

হবিগঞ্জে প্রকাশ্য দিবালোকে দূর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী পুত্রসহ পিতা আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে দুর্বৃত্তদের হামলায় এসএসসি পরীক্ষার্থী ও তার পিতা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহত হয়েছেন। প্রকাশ্যে এ ঘটনা নিয়ে হবিগঞ্জে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এসএসসি পরীক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জ লড়ছে বলে চিকিৎসক জানিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরের জুনিয়র হাই স্কুলের গেইটের সামনে এ ঘটনা ঘটে। আহত জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা অনন্তপুরের বাসিন্দা শিরু চৌধুরী (৪০) জানান, তার পুত্র এসএসসি পরীক্ষার্থী ইসমাইল জামান প্রান্ত (১৬) জুনিয়র হাই স্কুল থেকে বাংলা ১ম পত্রের পরীক্ষা দিয়ে বের হওয়া মাত্র প্রধান ফটকে তরুণ মিয়া, সাইদুর মিয়া, মামুন মিয়া, বিন্দুসহ কতিপয় দুর্বৃত্ত উপর্যুপুরি ছুরিকাঘাত করে তার পুত্র প্রান্তকে রক্তাক্ত করে। এসময় তিনি তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকেও আঘাত করে আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার স্থানীয় একটি পত্রিকায় তার পুত্রের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্ত ঘটনার সময় তার পুত্র তার কাছে পড়াশোনা করছিল। এব্যাপারে তিনি গতকাল শুক্রবার হবিগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রতিবাদ দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছেন। তার পুত্রের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। পিতা-পুত্র হাসপাতালে চিকিৎসাধীন আছে। সদর থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে ওসি জানান, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। এ ব্যপারে মামলার প্রস্ততি চলছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে।


     এই বিভাগের আরো খবর