,

জিরো ডিগ্রি’র শুরুতেই বিতর্ক!

সময় ডেস্ক ॥ অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে ‘জিরো ডিগ্রি’ সিনেমার প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ এবং পরিচালক অনিমেষ আইচকে উকিল নোটিশ পাঠাচ্ছেন সিনিয়র কণ্ঠশিল্পী আবিদা সুলতানা। আবিদা দাবি করছেন, ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর কবির পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ সিনেমায় ভূপেন হাজারিকার সংগীতায়োজনে আবিদার গাওয়া ‘বিমূর্ত এই রাত্রি’ গানটি তিনি ২০১৩ সালে নিজের নামে পেটেন্ট করে নেন। তিনি বলছেন বিনা অনুমতিতে ‘জিরো ডিগ্রি’ সিনেমায় এ গানটি ব্যবহার করা হয়েছে, যা ‘অপরাধ’। আবিদা সুলতানা জানান, ভূপেন হাজারিকার সংগীতায়োজনে ‘সীমানা পেরিয়ে’ সিনেমার গানটি আমাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছিল। দেশের গান ছাড়িয়ে বিদেশেও এ গানটির কারণে শ্রোতারা আমাকে চিনতো। গত দু’দিন আগে আমি জানতে পারি, ‘জিরো ডিগ্রি’ সিনেমাতে আমার গানটি মাহফুজ, অনিমেষ ব্যবহার করেছে। এটা আমি কোনোভাবেই মানতে পারি না। আবিদার অভিযোগের ব্যাপারে সিনেমার পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘আবিদা সুলতানা আসলে মেধাস্বত্ত্ব আইন জানেন না। সিনেমার গানের সর্বস্বত্ত্ব তো সংগীত পরিচালকের। এখানে আবিদা সুলতানা কিভাবে গানটি তার নিজের বলে দাবি করছেন, আমি বুঝতে পারছি না। অনিমেষের ‘জিরো ডিগ্রি’তে ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানটি গেয়েছেন মৌমিতা। আবিদা আইনি নোটিশ পাঠালে তারা পাল্টা কোনো পদক্ষেপ নেবে কি না এ বিষয়ে জানতে চাইলে অনিমেষ কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। অভিনেতা মাহফুজ আহমেদ প্রযোজিত প্রথম সিনেমা ‘জিরো ডিগ্রি’তে তিনি নিজেই অভিনয় করছেন প্রধান চরিত্রে। সিনেমায় তার বিপরীতে রয়েছেন জয়া আহসান ও দিলরুবা ইয়াসমীন রুহী। অনিমেষ জানিয়েছেন, ৬ ফেব্র“য়ারি ঢাকাসহ সারা দেশের ২৫টি হলে মুক্তি পেয়েছে ‘জিরো ডিগ্রি’ সিনেমাটি।


     এই বিভাগের আরো খবর