,

চুনারুঘাটে আশা’র ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ॥

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের দক্ষিন নরপতি গ্রামে আশা’র অধীনে পরিচালিত দুই দিনের কেঁচো সার উৎপাদন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চুনারুঘাট উপজলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবির। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার দণি নরপতি গ্রামের ক”তি সš-ান সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী’র নিজ বাড়ীতে এক ভার্মিকম্পোষ্ট, কেঁচো সার উৎপাদন ও ব্যবহার প্রশিণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। আশা হবিগঞ্জ জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরীর সভপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র ডেপুটি ডিরেক্টর এসকে সিনহা, সিলেট জোনের জেডএম মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী আশা কমপ্লেক্স এ্যাডমিনিষ্টটর মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, দৈনিক নতুন দিনের উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক মিয়া প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সাধারণ কৃষকবৃন্দ। অনুষ্ঠানটির সার্ভিক পরিচালনা করেন আশার বিএম মোঃ মঞ্জুর এলাহী। ভার্মিকম্পোস্ট কেঁচো সারের প্রশিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম সাজু’র তত্বাবধায়নে উক্ত কর্মশালায় কৃষকদের কিভাবে কেঁচো সার তৈরী করা হয়, সার ব্যবহারের উপকারীতা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। উল্লেখ্য যে, বর্তমানে আশা ১৯টি জেলায় ২০টি কেন্দ্রের মাধ্যমে স্থানীয় খামারী মনোনীত করে-এর তত্ত্বাবধানে কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে এবং ভবিষ্যতে দেশ ব্যাপী প্রকল্পটি সম্প্রসারণে আশা’র পরিকল্পনা রয়েছে। যা বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখবে।


     এই বিভাগের আরো খবর