,

অবরোধ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে – জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ঃ যারা রাজনীতির নামে গাড়ি পোড়াচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে আমরা এসব শত্রুদের সাথে এখন যুদ্ধ করছি । তাই প্রতিটি স্থানে অবরোধ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সভায় ৫৫ বিজিবির লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন , মেজর তারেক , অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সম্প্রতি বিজিবির মহাপরিচালকের বক্তব্যের সাথে এক মত পোষন করে জেলা প্রশাসক বলেন, অবরোধের নামে যারা মানুষ পোড়াচ্ছে তাদেরকে দেখা মাত্র গুলি করা উচিত। এতে একজনের মৃত্যুর বদলে ১০ জন সাধারণ যাত্রীর মৃত্যু ঠেকানো যাবে। সভায় পরিবহন মালিক শ্রমিক নেতাদের অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাস্তায় মোটরযান কাগজপত্র পরীক্ষার জন্য ভ্রাম্যমান আদালত কার্যক্রম স্থগিত রাখা হবে জানান জেলা প্রশাসক। তিনি শায়েস্তাগঞ্জে অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়ার জন্য পরিবহন নেতাদের প্রতি আহবান জানান। তিনি বলেন পেট্্েরাল বোমা নিয়ন্ত্রন করার জন্য বোতলে বা কনটেইনারে জ্বালানী তেল বিক্রি বন্ধ করা হয়েছে। তাই খুচরা বিক্রেতারা যাতে পেট্্েরাল ডিজেল বিক্রি বন্ধ করা যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। বিজিবির লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন বলেন নিজের জান মালের চিন্তা না করে মানুষের সেবা করার জন্য আমরা কাজ করে যাচিছ। তিনি গাড়িতে পর্যাপ্ত পানি রাখার জন্য যানবাহন মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কোন কারনে যদি একটি অঘটন ঘটে যায় তখন গাড়ি দ্রুত না চালিয়ে তাৎক্ষনিক দাঁড় করিয়ে বোমায় আক্রান্ত ব্যক্তিকে পানি দিয়ে বাঁচানো সম্ভব। বিজিবির মেজর তারেক বলেন বর্তমান প্রতিকুল অবস্থায় আমাদের একসাথে চলতে চবে। চিহ্নিত স্থানগুলোতে বিজিবি সহ আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, চেম্বার অব কমার্স সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, মোটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ম্যাক্্ির মালিক সমিতির সভাপতি জিকে গাফ্ফার, ইমা মালিক সমিতির সভাপতি ইমদাদুর রহমান বাবুল, শ্রমিক ইউনিয়নের সভাপতি সজিব আলী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর