,

হবিগঞ্জে জীবন সংকেতের বসন্ত বরণ সংস্কৃতিপ্রেমী মানুষের মিলন উৎসব ॥

হবিগঞ্জ প্রতিনিধি ॥ নতুনের বার্তা নিয়ে এসেছে ফাগুন। সে নতুনকে বরণ করতে গত ২ ফাল্গুন জীবন সংকেত নাট্যগোষ্ঠীর আয়োজনে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে প্রকৃতি প্রেমী ও সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলা বসেছিল। বিশাল আয়োজনে বসন্ত উৎসব হবিগঞ্জে এই প্রথম। বাতাসে আম্র মুকুলের গন্ধ আর দক্ষিণা সমীরণের স্পর্শে মানুষের মন হয়েছিল বসন্ত সঙ্গীতের সুরে আনন্দে উদ্বেল। জীবন সংকেতের শিল্পীরা একে একে গাইলেন রবীন্দ্র, নজরুল, হাসন রাজা, লালন, আব্দুল করিম ও রাধা রমনের গান। ধামালী ও পালাগানের শিল্পীদের সূরে দর্শকরা নেচে গেয়ে বসন্তকে বরণ করেছেন। বসন্ত উৎসবের এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ। উৎসবে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপসচিব দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ, কবি ও প্রাবন্ধিক এমএ রব, প্রভাষক আজিজুল হাসান চৌধুরী শাহীন, রোটারিয়ান বাদল রায়, সাঙ্গীত শিল্পী আবু মোতালেব খান লেবু, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটারিয়ান ডাঃ এস.এস আল অমিন সুমন প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন গৌতম আচার্য, সুমন দাশ ও প্রবীর শীল। সঙ্গীত পরিচলনায় ছিলেন উর্মি রায় বর্ণা। তবলায় ছিলেন সুবীর রায়, দীপ্ত রায়, রিপন ও অনিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। রাত প্রায় ১১টা পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।


     এই বিভাগের আরো খবর