,

হবিগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে রেলের জমি দখলের চেষ্টা ॥

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল বাইপাস সড়কে রেলের বন্দোবস্ত ভূমি দখল নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি। এ দখল নিয়ে আদালত থেকে ওই জায়গার উপর ১৪৪ ধারা জারী করা হয়েছে। কিন্তু এ আদেশ উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল ওই সড়কের পূর্বপাড়ে মাটি ভরাট করে দখলের চেষ্টা চালাচ্ছে। জানা যায়, বহুলা গ্রামের মৃত আজগর আলী ওই জায়গাটি রেলওয়ে থেকে বন্দোবস্ত নেন। তিনি মারা যাবার পর ওই জায়গার মালিক হন তার পুত্র ছায়েদ মিয়া। তিনি ওই জায়গা ভোগ দখল করে আসছেন। কিন্ত একই গ্রামের সাব্বির, তানভীর, কালূ মিয়া, বিলাল মিয়াসহ একদল লোক, ওই ভূমির উপর নজর দেয় এবং জোরে বলে ওই জায়গায় মাটি ফেলে দখল করার পায়তারা করে। এব্যাপারে ছায়েদ মিয়া বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারা জারীর মামলা করেন। কিন্তু এ আদেশ উপেক্ষা করেও দুর্বৃত্তরা ওই জায়গা দখলের পায়তারা করছে। এ নিয়ে উভয়পক্ষের মাঝে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, ওই ভূমিতে মাটি ভরাট করছে দুর্বৃত্তরা।


     এই বিভাগের আরো খবর