,

বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ সহোদর নিহত..পরিবারে শোকের মাতম

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৩২৮) ও সিএনজি অটোরিক্সার (হবিগঞ্জ থ-১১-৫২৩১) মুখোমুখী সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২০ ফেব্র“য়ারী) সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকার সুঘর গ্রামের আলতাব হোসেনের ছেলে সোহেল (৩২) ও রুহেল মিয়া (১৭)। সোহেল দীর্ঘদিন যাবৎ দ্বিগাম্বর বাজারে জামাল মিয়ার কাচাঁমালের আড়তে ম্যানেজার হিসেবে চাকুরি আর ছোট ভাই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। জানা যায়, সোহেল মিয়া তার ছোট ভাই রুহেলকে নিয়ে সিএনজি যোগে সকাল ৬টার দিকে দিগাম্বর বাজার যাচ্ছিল। সাড়ে ৬টার দিকে মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে পৌছলে সিএনজি ও ঢাকামুখী ১০ চাকার ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঘটলে সোহেল ক্ষত-বিক্ষত অবস্থায় ঘটনাস্থলেই নিহত হয়। আর রুহেল ক্ষত বিক্ষত হলেও মূমুর্ষ অবস্থায় হবিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। সংঘর্ষে ট্রাকটি সিএনজিকে টেনে হেচড়ে প্রায় ৪০/৫০ মিটার দূরে নিয়ে যায়। ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টার মত মহাসড়কের উভয় পাশে শতাধিক ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে পুলিশ ও বাহুবল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল শুরু হয়।


     এই বিভাগের আরো খবর