,

সেরা অভিনেতা রেডমাইনে, অভিনেত্রী জুলিয়ানি মুর

ডেস্ক রিপোর্ট ॥ আজ সকাল সাড়ে ৬টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে প্রদান করা হলো ৮৭তম একাডেমি অ্যাওয়ার্ডস(অস্কার)। এর মাধ্যমে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সবাইকে চমকে দিয়ে এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এডি রেডমাইনে। স্টিফেন হকিংয়ের জীবনীনির্ভর সিনেমা ‘দ্য থিওরি অব এভরিথিং’-এর মুখ্য ভূমিকায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার বগলদাবা করেছেন তিনি। এদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ৫৪ বছর বয়সী অভিনেত্রী জুলিয়ানি মুর। ‘স্টিল অ্যালিস’ ছবিতে আলজেইমার রোগীর ভূমিকায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। এবারের অস্কার আয়োজনের সেরা ছবির পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছে বিদ্রুপাত্মক ছবি ‘বার্ডম্যান’। শুধু তাই নয়, এ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেজান্দ্রো গনজালেজ ইনারিতু। সেরা চিত্রনাট্যের পুরস্কারটিও জিতেছে ‘বার্ডম্যান’। এবারের আসরে সেরা সহ-অভিনেতার পুরস্কারটি পেয়েছেন জেকে সিমন্স। ‘হুইপ্ল্যাশ’ ছবিতে জাঁদরেল জ্যাজসংগীত শিক্ষকের ভূমিকায় অসাধারণ অভিনয়ের জন্য এ স্বীকৃতি পান তিনি। আসরে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতলেন প্যাট্রিসিয়া আর্কেট। ‘বয়হুড’ ছবিতে মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন। অস্কারে বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতেছে ‘ইডা’। সিনেমাটি পরিচালনা করেছেন পাওয়েল পাউলিকসকি। ছবিতে তুলে ধরা হয়েছে ষাটের দশকের পোল্যান্ডকে। এদিকে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে ডন হল ও ক্রিস উইলিয়ামস পরিচালিত ‘বিগ হিরো সিক্স’। অন্যদিকে অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্য ছবির পুরস্কর পেয়েছে ‘ফিস্ট’। সেরা ডকুমেন্ট্রি বিভাগে পুরস্কার জিতেছে ‘সিটিজেনফোর’। অরিজিনাল সং বিভাগে অস্কার পেয়েছে ‘সেলমা’ ছবির ‘গ্লোরি’ গানটি। পুরস্কারটি গ্রহণ করেন গানটির গীতিকার ও সংগীত পরিচালক জন স্টিফেনস এবং লনি লাইন। সেরা ফিল্ম এডিটিং বিভাগে ‘হুইপ্ল্যাশ’ ছবির জন্য টম ক্রস এবং সেরা কস্টিউম ডিজাইন বিভাগে ‘দ্য গ্র্যান্ড বুদ্ধাপিস্ট হোটেল’-এর জন্য মিলেনা ক্যানোরিও পুরস্কার পেয়েছেন। সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম ‘ফিয়েস্ট’, সেরা লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘দ্য ফোন কল’ এবং সেরা সাউন্ড মিক্সিংয়ের পুরস্কার জিতে নেয় ‘হুইপ্ল্যাশ’ ছবিটি। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হলিউড তারকা নিল প্যাট্রিক হ্যারিস। অস্কারের আয়োজনটি সরাসরি সম্প্রচার করে স্টার মুভিজ চ্যানেল।


     এই বিভাগের আরো খবর