,

চুনারুঘাটে ১৬৬ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ শিশু কাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন বিদ্যালয়ের শিখন শিখানো কার্যক্রমে শিক্ষক মন্ডলীকে সহায়তা করা, বিদ্যালয়ে শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা ও বিদ্যালয়ে পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশ গ্রহন নিশ্চিত করার প্রয়াস নিয়ে সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন গঠনের উদ্যোগ নেয়। ২০১০ সালে সারা দেশে ২০টি উপজেলার ১’শ টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। প্রথম বারের মতো নির্বাচিত স্টুডেন্টস কাউন্সিলের সার্বিক কার্যক্রমে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ঠদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। যে কারণে পূর্ববর্তী বছরের ১শ টি বিদ্যালয় সহ প্রতি উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হয়। ২০১১ সালে ৭শ ৪৩টি বিদ্যালয়ে এবং ২০১২ সালে সারা দেশে সর্ব মোট ১৩ হাজার ৫শ ৮৩টি বিদ্যালয়ে এক যোগে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়। কাউন্সিল গঠন করে সরকার যে সাফল্য পেয়েছে সেই ধারা বাহিকতা ধরে রাখতে সারা দেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্টিত হয়। সারা দেশের ন্যায় চুনারুঘাটের ১৬৬টি বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্টস কাউন্সিল সম্পন্ন হয়েছে। জাতীয় নির্বাচনের মতোই প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন কমিশানর, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছিল নির্বাচনী এজেন্ট ও পর্যবেক্ষক। সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়গুলোতে চলে ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনার পর শুরু হয় বিজয়ের আনন্দ। এ আনন্দ ভাগাভাগি করে নিতে অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেন অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। গতকাল এ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ও উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোহানায়েদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল পরিদর্শন করেন। দুপুরে তারা ষাড়ের কোনা অপুর্ব দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন দেখতে গেলে শিক্ষার্থীদের মধ্যে আরও উৎসাহ বেড়ে যায়।


     এই বিভাগের আরো খবর