,

ড্রেনের ময়লা পরিষ্কার করানোর ঘটনাকে কেন্দ্র করে পৌর কর্মচারি লাঞ্ছিতের প্রতিবাদে মামলা ॥ কর্মবিরতির ডাক হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে ভাংচুর

সজিব ইসলাম ॥ হবিগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ড্রেনের ময়লা পরিষ্কার করানোর ঘটনাকে কেন্দ্র করে পৌরসভা কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন পৌর কর্মচারি আহত ও লাঞ্ছিত হয়েছেন। এদিকে পৌর কর্মকর্তা কর্মচারিদের লাঞ্ছিত করার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ১১ টায়। জানা যায়, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পানি নিষ্কাশনের ড্রেনটি ময়লা-আর্বজনাসহ নানান কারণে প্রায় ভরাট হয়ে গেছে। ময়লা আর্বজনার পচাঁ দুর্গন্ধের কারণে দীর্ঘদিন ধরে অতিষ্ট হয়ে উঠেন এলাকাবাসি। বিষয়টি এলাকাবাসির পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে অবগত করা হলেও পরিস্কারের কোন উদ্যোগ না নেয়ায় গতকাল ওয়ার্ডবাসির পক্ষে একদল লোক আসেন। তারা বিষয়টি ভারপ্রাপ্ত মেয়রকে অবগত করেন। এসময় তিনি তাদেরকে সমাধানের আশ্বাস দেন। এর পরও কিছু লোক ক্ষিপ্ত হয়ে পৌরসভা কার্যালয়ে ভাংচুর চালায়। তাদেরকে বাঁধা দিলে পৌর কর্মচারিদেরকে লাঞ্ছিত করা হয়। এসময় ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলররা তাৎক্ষনিক এক সভায় মিলিত হন। খবর পেয়ে সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেন। এ ঘটনার পরপরই পৌরকর্মচারিরা দোষীদের শাস্তি ও গ্রেফতারের দাবীতে অনির্দিষ্ঠকালের কর্মবিরতি শুরু করেন। এদিকে এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম বাদি হয়ে ১০ জনকে আসামী করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করা হয়। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর