,

নবীগঞ্জে মন্টু মিয়ার বিষধর সাপ নিয়ে খেলা

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মন্টু মিয়া গতকাল সকালে ওই গ্রামের লোকজন জমিতে একটি বিষধর সাপ দেখতে পায় খবর পেয়ে মন্টু মিয়া এসে ওই স্থানতে গর্ত করে বিষধর সাপটি ধরে নিয়ে সাথে সাথে ওই বিষাক্ত সাপটির দাতগুলি উপড়িয়ে নিজর্ন স্থানে সাপ নিয়ে খেলা করতে থাকে। খবর পেয়ে সাংবাদিক মোঃ আকিকুর রহমান সেলিম ছুটে যান বিষধর সাপ নিধনকারী মন্টু মিয়ার কাছে তখন তার সাথে আলাপ কালে মন্টু মিয়া জানান দীর্ঘ ১৫/১৬ বছর ধরে এলাকার যে কোন স্থানে সাপের খবর পেলে ছুটে যান এবং জীবনের ঝুকি নিয়ে দীর্ঘদিন যাবত সাপ ধরছে। এবং ওই সাপগুলো ধরে খেলা দেখিয়ে সাপরিয়াদের খবর দিয়ে সমজিয়ে দেয় এবং সাপগুলো কোন সময়ই মারেনা। জীবন্ত অবস্থায় সাপুরিয়াদেরকে সমজিয়ে দেয়। মন্টু মিয়া আরও জানান যদি কোন ব্যক্তি স্বইচ্ছায় সাপ ধরতে গেলে কোন টাকা পয়সা দেয় তাহলে টাকাগুলো সে মসজিদ, মন্দির, মাদ্রাসা, গরীব অসহায় মানুষের মধ্যে দিয়ে দেয়। যদি কোন ব্যক্তি বিষধর সাপ দেখতে পান তাহলে সাথে সাথে তাকে খবর দিলে ছুটে গিয়ে সাপ ধরবে সেটাই তার পেশা ও একমাত্র কাজ বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর