,

অ্যাপ চিনিয়ে দেবে আপনার আরামদায়ক পোশাক কোনটি

সময় ডেস্ক ॥ অনেকেই আছেন যারা অনেকগুলো পোশাকের মধ্য থেকে ঠিক বুঝে উঠতে পারেন না কখন কোন পোশাকটি পরা উচিত। এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে অ্যাপ। ক্লজেট স্পেস নামের এই অ্যাপটি মূলত আপনার সাজিয়ে রাখা সব পোশাকের একটি তালিকা তৈরি করে। পরবর্তীতে বাইরের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে সেখান থেকে আপনার জন্য আরামদায়ক পোশাকটি নির্বাচন করে দেয়। খবর টেকক্রাঞ্চের। অ্যাপটি ব্যবহার করার জন্য প্রথমেই আপনার বিভিন্ন পোশাকের জন্য ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরি করতে হবে অ্যাপে। সেখানে পোশাকটি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। সব পোশাক আবার ব্র্যান্ড, ফেব্রিকের ধরন, সাইজ, রং এবং পোশাকটি কিনতে আপনার কত খরচ হয়েছে, এসব বিষয়ের উপর ভিত্তি করে আলাদা তালিকায় যুক্ত হবে। এছাড়া কোন পোশাকটি কোন উৎসব কিংবা কখন পরার উপযোগী সে অনুসারেও একটি তালিকা তৈরি করে দেয় ক্লজেট স্পেস। এছাড়া আপনি চাইলে গুগল ক্যালেন্ডারের সঙ্গে সিঙ্ক করে নিতে পারবেন ক্লজেট স্পেসটি। ফলে আপনি একটি পোশাক কবে পরেছেন এবং আবার কবে পরতে চান, সেটি কষ্ট করে মনে রাখার প্রয়োজন পড়বে না। বর্তমানে নারীদের জন্য বিশেষভাবে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। গুগল প্লে থেকে এই লিংকে যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=হবঃ.পধঃধষুংঃিি.ধহফৎড়রফ.ংঃুষরঃরপ্যংষ=বহ গিয়ে অ্যাপটি ডাউনলোড করা যাবে।


     এই বিভাগের আরো খবর