,

বিশিষ্ট সমাজকর্মী, মানবাধিকার ও নারী নেত্রী কলি কে নবীগঞ্জে ও ঢাকায় ফুলেল শুভেচ্ছায় বরন ও আলোচনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ মানবাধিকার আইন সালিশ ও পরিবেশ রক্ষা ফাউন্ডেশন (মাসাব) যুক্তরাজ্য শাখার এর চেয়ারম্যান হিসাবে শপথ নিতে গত মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী তরুনা হোসেন কলি। এসময় ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, চুনারুঘাট পৌর সভার মেয়র নাজিম উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার আইন সালিশ ও পরিবেশ রক্ষা ফাউন্ডেশন (মাসাব) কেন্দ্রীয় সেক্রেটারী সৈয়দ এনামুল হক নিপু, পরিচালক সৈয়দ সানাউল হক ও আক্তারুজ্জামান সেলিম, প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম মুকুল। এদিকে তিনি গতকাল বুধবার সন্ধ্যায় তিনি নবীগঞ্জে পৌছলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবীগঞ্জস্থ ছালামতপুর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুরুস্কার প্রাপ্ত সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ মানবাধিকার ফাউন্ডেশনের আইন সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুল আলীম ইয়াসিনী, উপজেলা যুবলীগের নেতা মুহিবুর রহমান, দেবপাড়া ইউপি যুবলীগ সভাপতি শামীম আহমদ, কুর্শি ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার আহমদ জগলু, শ্রমিক লীগ নেতা দিলশাদ মিয়া, মানবাধিকার কর্মী মুক্তার হোসেন তালুকদার, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা এম.এ সবুর, আউশকান্দি বাজার ব্যবসায়ী নেতা অলিউর রহমান চৌধুরী, কায়সার হামিদ, সাংবাদিক শাহ মুসা আহমদ, ব্যবসায়ী নুরুল আমীন, ছাত্রলীগ নেতা মহিনুর রহমান প্রমূখ। সভায় বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী তরুনা হোসেন কলি বলেন আমি সবার সহযোগিতা পেলে মানবাধিকার রায় ও এলাকার গরীব দুঃখি মানুষের সেবা করে যাব।


     এই বিভাগের আরো খবর