,

২০ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে নবীগঞ্জে যুবলীগের বিশাল মানব বন্ধন হট্টগোল ও হাতাহাতির ঘটনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের নামে নৈরাজ্য এবং পেট্রোল বোমা মেরে মানুষ খুনের প্রতিবাদে গতকাল রবিবার বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে অনুষ্টিত মানববন্ধনে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীরা দিকবেদিক ছুটাছুটি করতে দেখা গেছে। পরে পুলিশ ও নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। স্থানীয় নতুন বাজার মোড়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমদ কাজল’র পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেওয়ান জাফর সাদেক গাজী কয়েছ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, আওয়ামীলীগ নেতা মোতাহির চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খান, গোলাম রসুল চৌধুরী রাহেল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ। মানববন্ধন শুরুর প্রায় আধা ঘন্টা পুর্বে যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খান ও সাবেক ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হট্রগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দু’ গ্র“পে বিভক্ত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতিতে আশপাশের দোকানপাট বন্ধ করতে দেখা যায়। সাধারণ মানুষ ও পথচারীরা দিকবেদিক ছুটাছুটি করতে দেখা যায়। পরে শান্তিপুর্ণ ভাবে মানববন্ধন সম্পন্ন হয়েছে।


     এই বিভাগের আরো খবর