,

নবীগঞ্জের আউশকান্দি মাদ্রাসার শিক্ষার্থীকে শেভরণের শিক্ষাবৃত্তি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইয়াকুবিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার ৩০ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীর মাঝে গতকাল ১৮ মার্চ বুধবার দুপুরে শেভরন বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি ও শিক্ষ উপকরণ বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) কামরুজ্জামান রিপন, আউশকান্দি ইউপি সদস্য বদরুল ইসলাম বকুল, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন, ম্যানেজিং ককিমিটর সদস্য হাজ্বী আব্দুল হামিদ লিকছন, অভিভাবক মোসাহিদ আলী, শিক্ষার্থী তানভীরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির হাজ্বী নজিম উল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন, আব্দুল্লা আল মামুন প্রমুখ। উল্লেখ্য, আউশকান্দি ইয়াকুবিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার ৩০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও উপকরণ প্রদান করা হয়েছে। শিক্ষা উপকরণ হিসেবে একটি ব্যাগ, ১২টি খাতা, ২০টি পেন, ৬টি পেন্সিল, ৪টি করে রাবার ও কার্টার, একটি করে জ্যামিতি বক্স ও স্কেল দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর