,

প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে……এড. আবু জাহির এমপি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রধায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখে ছিলেন। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সেই স্বপ্নের অসাম্প্রধায়িক সোনার বাংলাদেশ গঠন করেছেন। প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে। তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু একটি কুচক্ররী মহল দেশে সাম্প্রধায়িক বিশৃংখলা সৃষ্টি করে দেশকে অস্তিতিশীল করতে চায়। তারা আজ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিভিন্ন ধরণের নাশকতার চেষ্টা করছে। ধর্মের নামে তারা মসজিদ, মন্দিরসহ পবিত্র কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। তাদের এইসব অপকর্মের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান। এসময় তিনি ভবানীপুর আশ্রমের উন্নয়নে ২লক্ষ টাকা এবং স্কুলকে বিদুৎতায়নের পাশাপাশি কলেজে রূপান্তরের ঘোষণা দেন। তিনি গতকাল লাখাই উপজেলার ভবানীপুর পরম পুরুষ শ্রী শ্রী যোগেশ ব্রহ্মচারীর জন্ম উৎসব উদযাপনের ২৬তম বর্ষ উপলক্ষে আয়োজিত হরিনাম সংকীর্তণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক নেপাল চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ইউপি চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক দেলোওয়ার হোসেন মান্না, ছাত্র লীগ সভাপতি সৌরভ চন্দ্র গোপ খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাস। সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবু কাজল চন্দ্র জোয়ারদার প্রমুখ।


     এই বিভাগের আরো খবর