,

হবিগঞ্জে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের ৮৫ তম জন্ম বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৮৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি ও নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই হুসেইন মুহম্মদ এরশাদের জন্ম দিনের কেক কাটা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জাপা নেতা প্রফেসর আবিদুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, গাজী মিছবা উদ্দিন, হাজী ফরিদ উদ্দিন ও মোঃ শাহজাহান খান, জাপা নেতা খলিলুর রহমান দুদু, রিপন আহমেদ, কমান্ডার আব্দুল খালেক, ছুরুক মিয়া প্রমুখ। সভায় এমপি মুনিম চৌধুরী বলেন- পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক। গণতন্ত্রের স্বার্থে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পল্লীবন্ধু এরশাদ মতা হস্তান্তর করেছিলেন। কিন্তু জাতি আজও গণতন্ত্রের স্বাদ পায়নি। দুটি দলের ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু দেশের মানুষ সু-শাসন পায়নি। তাই দেশে গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠা করতে এরশাদকে আবারও মতার মসনদে বসাতে হবে। এ জন্য পার্টির সকল নেতাকর্মীকে এরশাদের আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


     এই বিভাগের আরো খবর