,

পুরস্কৃত হলেন সেই আম্পায়ার

সময় ডেস্ক : পুরস্কার পেলেন ইংলিশ আম্পায়ার ইয়ান গৌল্ড। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে নির্লজ্জ সিদ্ধান্ত দেওয়া এ আম্পায়ারকে আইসিসি দায়িত্ব দিয়েছে সেমিফাইনালে। ক্রিকেটবিশ্ব যেখানে এ ইংলিশ আম্পায়ারের সমালোচনা করেছেন, সেখানে আইসিসির দৃষ্টিতে তিনিই সেমিফাইনাল পরিচালনার যোগ্য। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যেকার সেমিফাইনালে ফিল্ড আম্পায়ার মনোনিত হয়েছেন গৌল্ড। ২৪ মার্চ অকল্যান্ডে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে ইয়ান গৌল্ডের সঙ্গে থাকবেন রড টাকার। তৃতীয় আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি ডেভিন বুন। ২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সেমিতে মাঠে দায়িত্বে থাকবেন কুমারা ধর্মসেনা ও রিচার্ড কেটেলবার্গ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন মারাইস এরাসমাস ও রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।


     এই বিভাগের আরো খবর