,

শিক্ষার মানোন্নয়নে শেভরণ নবদিগন্তের সুচনা করেছে ॥

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, এক শিশুকে প্রকৃত মানুষ গড়ে তুলতে পিতা-মাতা, অভিভাবক, শিক্ষক, প্রতিবেশীসহ সমাজ সহায়ক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নে শেভরণ বাংলাদেশ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা সহায়ক পরিবেশ উন্নয়নে ভূমিকা রেখে যাক্ষে। ফলে সিলেট অঞ্চলে শিক্ষা মানোন্নয়নে নবদিগন্তের সুচনা ঘটেছে। সিলেট মহানগরীর মডেল হাই স্কুলে গত ২২ মার্চ রোববার সকালে শেভরন বাংলাদেশের অর্থায়নে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) পারভেজ কামাল পাশা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম, জামাল ইয়াকুব। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পিয়ারা বেগম, শিক্ষক এ কে এম আজাদ চৌধুরী, শিক্ষার্থী ফারজানা আক্তার ও সাকিল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ চৌধুরী। এদিকে সকালে আতহারিয়া হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) পারভেজ কামাল পাশা। বিশেষ অতিথি ছিলেন বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ছালেহ আহমদ লুলু। বক্তব্য রাখেন শিক্ষক মোস্তফা আনোয়ারুল মুমিন, মাহবুবুল করিম, অভিভাবক আমিরুল মুমিন, শিক্ষার্থী আরিফা মাহবুবা ইভা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুস শহীদ। উল্লেখ্য, মডেল হাই স্কুলে ৩০জন ও আতহারিয়া হাই স্কুল এন্ড কলেজে ৪৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও উপকরণ প্রদান করা হয়েছে। শিক্ষা উপকরণ হিসেবে একটি ব্যাগ, ১২টি খাতা, ২০টি পেন, ৬টি পেন্সিল, ৪টি করে রাবার ও কার্টার, একটি করে জ্যামিতি বক্স ও স্কেল দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর