,

বানিয়াচংয়ে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার ॥ মৃত্যু নিয়ে নানান প্রশ্ন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদরে সামসু উদ্দিন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যা না আত্মহত্যা এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোররাতে। মৃত রাজমিস্ত্রি ওই গ্রামের নেরজাল উল্লার পুত্র। মৃত সামসু উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, ৬ মাস পূর্বে নন্দিপাড়া গ্রামের আবু তাহেরের সুন্দরী কন্যা নিলুফা বেগম (২০) এর সাথে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয় সামসু উদ্দিনের। বিয়ের পর থেকে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকতো। সম্প্রতি নিলুফা জনৈক প্রবাসির সাথে পরকীয়া প্রেমের সর্ম্পক গড়ে তুলে এবং প্রায়ই প্রবাসির সাথে ফোনে কথা বলতো নিলুফা। বিষয়টি আঁচ করতে নিলুফাকে প্রবাসির সাথে যোগাযোগ রাখতে বারণ করে। এসব বিষয় নিয়ে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কলহ আগের চেয়ে বাড়তে থাকে। একপর্যায়ে গত রবিবার সামসু বাড়িতে এসে পরিবারের লোকজনের সাথে কথা না বলে ঘুমিয়ে পড়ে। গতকাল ভোরে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বানিয়াচং পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে। এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে সৃষ্টি হয়েছে টানাপোড়েন। এক পক্ষ বলছে, তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আরেক পক্ষ বলছে সে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে স্ত্রী নিলুফা সটকে পড়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর