,

বাহুবলে পেট্টোল ঢেলে ট্রাকে আগুন ॥ গ্রেফতার ১

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর তিতার কোনা নামকস্থানে পেট্টোল পাম্পের ২০ গজ দূরে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পেট্টোল ঢেলে ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বিএনপি নেতা ও জামাত শিবিরিরের ১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক জন কে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটককৃত ব্যাক্তি উপজেলার বড়গাঁঁও গ্রামের ছোয়াব খাঁর ছেলে আফজল খাঁ (৫০)। গতকাল সোমবার দুপুরে বাহুবল মডেল থানার এস.আই আজিজুর রহমান নাঈম বাদী হয়ে (১৯৭৪ সনের পুলিশের বিষেশ আইন) মামলাটি দায়ের করেন। এস.আই নাঈম জানান রবিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মিরপুর তিতার কোনার নামক স্থানে পেট্টোল ঢেলে একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামীরা হলেন উপজেলার জামায়াতের আমীর কাজী আব্দুর রউফ বাহার, উপজেলা শিবিরের সভাপতি আজাহারুল ইসলাম মোয়াজ, জামায়াত নেতা হাফেজ আব্দুর রকিব, হাফিজুর রহমান মাসুক প্রমুখ। দক্ষিন সার্কেল সাজ্জাদ ইবনে রায়হান ও বাহুবল মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শারফ হোসেন এ বিষটি নিশ্চিত করে জানান এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য গতকাল গভীর রাতে একদল দূর্বৃত্ত কুমিল্লা থেকে ছেরে আসা কোকাকোলা কম্পানীর পানীয় বোঝাই একটি ট্রাক চট্টমেট্টো- (ট ১১-২৬৯৩) মৌলিবাজার যাওয়ার পথে মিরপুর তিতার কোনার পেট্টোল পাম্পের কাছে রাতের খাবার খাওয়ার জন্য গাড়ীতে হেলপার কে বসিয়ে চালক চলে যায় এমতাবস্থায় কয়েক যুবক এসে হেলপার কে গাড়ী থেকে দমক দিয়ে নামিয়ে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়। মুহুর্তে আগুনের লেলিহাম চৌতুরদিকে ছড়িয়ে পড়ে এতে মাল বোঝাই ট্রাক টি পুড়ে যায় অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি দু’তলা বাড়ী ও পেট্টোল পাম্প। খবর পেয়ে বাহুবল মডেল থানার এস.আই খাইরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে আসেন। পরে খবর পেয়ে হবিগঞ্জ পায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আফছার উদ্দিনের নেতৃত্বে একদল দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রে আনে। তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার দক্ষিন সার্কেল সাজ্জাদ ইবনে রায়হান ও বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর