,

নবীগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত ॥

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দূর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ৩১ মার্চ হবিগঞ্জের নবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫ এ উপলক্ষে উপজেলার আউশকান্দি ও ইনাতগঞ্জে পৃথক পৃথক সভা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আউশকান্দিতে আইডিয়ার উদ্যোগে শেভরন বাংলাদেশের সহযোগিতায় আউশকান্দিতে আইডিয়ার সাব অফিসে আলোচনা সভায় সভাপত্বি করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মোঃ কনা মিয়া। আইডিয়ার কর্মকর্তা সালাহউদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ সুলতান আহমদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, মহিলা ইউপি সদস্য সুনিতা রানী শ্বর্মা, উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম, ব্যাবসায়ী আব্দুল মুক্তার তালুকদার, মাসুদ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইডিয়ার কর্মকর্তা আহমেদ রুমন সরকার, সালেহ আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। অপর দিকে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে আইডিয়ার প্রকল্প ম্যানাজার আবুল কালাম আজাদের পরিচালনায় ও প্রদিপ রঞ্জন দাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন গ্রামের সমাজ উন্নয়ন কেন্দ্রের ব্যাক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর