,

বানিয়াচঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে মুক্তিযোদ্বা পরিবারের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে আলোচিত মক্ষীরানী পারভীন আক্তার পুতুলের দুই বোনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, বানিয়াচং সদরের যাত্রপাশা গ্রামের নুরুল আমিনের কন্যা ও পুতুলের বোন আসমা বেগম (২৫) ও তার বোন শিল্পী আক্তার (২০)। এসময় গামছা বাহীনির প্রধান পুতুল ও তার দেহরক্ষী এক যুবক পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে যাত্রাপাশা মহল্লা থেকে আটক করা হয়। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান সম্প্রতি মুক্তিযোদ্বা গোপি নাথের বাড়িতে পারভিন আক্তার পুতুলের নেতৃত্বে গামছা বাহীনির সদস্যরা হামলা ভাংচুর লুঠপাট চালায়। এব্যাপারে গোপি নাথ বানিয়াচং থানায় মামলা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফের গোপি নাথের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালায় তারা। খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত দুই জনকে আটক করে। এসময় পুতুল ও তার দেহরী পালিয়ে যায়। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং আইন শৃংখলা সভায় মুক্তিযোদ্বা কামান্ড আব্দুল খালেক পুতুল ও তার বাহীনির অত্যাচারে বানিয়াচংবাসী অতিষ্ট হয়ে উঠে। অচিরেই তাদেরকে আটক করার জন্য আইন শৃংখালা বাহীনির কাছে অনুরোধ জানান। আটক হওয়ার খবর শুনে মুক্তিযোদ্বাসহ সাধারণ মানুনেষের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।


     এই বিভাগের আরো খবর