,

চামড়ার স্মার্টফোন!

সময় ডেস্ক ॥ এপ্রিলের শেষ সপ্তাহে বাজারে আসছে সনির নুতন স্মার্টফোন। ফোনটির মডেল জি ৪। ফোনটির কভারে চামড়া ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে উচ্চমানের ক্যামেরা আছে। এটির এফ পয়েন্ট এফ/১.৮। এতে আছে ইনফ্রারেড অ্যাকুরেসি সেন্সর এবং দ্বিতীয় প্রজন্মের ইমেজ স্টাবিলাইজেশন। ডিএসএলআর ক্যামেরার মতো ফোনটির ক্যামেরায় ফুল ম্যানুয়াল মোড রয়েছে। এলজির স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চির কোয়াড এইচডি স্ক্রিন রয়েছে। দীর্ঘক্ষণ ফোনটি ব্যবহার করার জন্য ৩০০০ মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি আছে। আছে মাইক্রো এসডি স্লট। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ চালিত। এতে আছে স্ন্যাপড্রাগন ৮০৮ হেক্সা কোর, ১.৮ গিগাহার্টজ প্রসেসর, ৩ জিবি র‌্যাম, ৬৪ জিবি পর্যন্ত মেমেরি স্পেস এবং ২০ মেগাপিক্সেলের রেয়ার ও ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির মূল্য ঠিক করা হয়েছে ৬০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এলজি জি৪ এর দাম পড়বে ৪৬ হাজার ৭৩১ টাকা।


     এই বিভাগের আরো খবর