,

নবীগঞ্জ ব্রাক ব্যাংক শাখার কর্মকর্তা, কর্মচারী কর্তৃক গ্রাহকদের সাথে অসৌজন্য মূলক আচরনের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্রাক ব্যাংক নবীগঞ্জ শাখার কর্মকর্তা, কর্মচারী কর্তৃক গ্রাহকদের সাথে অসৌজন্য মূলক আচরনের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ ব্যাংকের ক্যাশিয়ারদ্বয় প্রায় প্রতিদিনই গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না। যানা যায়, গত রবিবার নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম পূবালী ব্যাংক থেকে কিছু টাকা উত্তোলন করে ব্রাক ব্যাংক নবীগঞ্জ শাখায় অনলাইনে টাকা জমা করতে গেলে ক্যাশিয়ারদ্বয় ৫শত টাকার একটি নোট রাখতে পারবেন না বলে জানান। তখন তাজুল ইসলাম কারণ জানতে চাইলে তারা বলেন, আমরা ছেরা নোট রাখিনা। তখন অল্প ছেরা ওই নোটটি রাখার জন্য অনুরুধ করলেও ক্যাশিয়ারদ্বয় অর্দেন্দু রায় ও সমর কুমার ওই নোটটি জমা রাখেননি। তখন তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পার্যায়ে ব্যবসায়ী তাজুল ইসলাম ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে কথা বললে তিনি অল্প ছেরা ৫শত টাকার ওই নোটটি রাখার জন্য ক্যাশিয়ারকে নির্দেশ দেন। তখন ক্যাশিয়ার বলেন, আমরা অন্য ব্যাংকের মতো নয়। আমরা ছেরা নোট রাখিনা। নবীগঞ্জ বাজারের অপর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরী জানান, কিছুদিন পূর্বে তার সাথেও একই ধরনের ব্যবহার করা হয়েছে। এব্যপারে আমাদের বার্তা বিভাগ থেকে ব্রাক ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি তখনই মিমাংসা করে দিয়েছি এবং নোটটি রাখার জন্য নির্দেশ দিয়েছি।


     এই বিভাগের আরো খবর