,

কারাগারে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু

সময় ডেস্ক ॥ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার সকালে বুকের ব্যথা অনুভূত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মারা যান তিনি। পিন্টু গত ৬ বছরের বেশি সময় ধরে বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে আটক ছিলেন। রাজশাহী মেডিকেলের পরিচালক এ কে এম নাসির উদ্দীন বিএনপি নেতা পিন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নাসিরুদ্দিন পিন্টুর মৃত্যুর খবর জানার পর তার ছোট ভাই রিন্টু ও তার পরিবারের সদস্যরা তার মরদেহ আনতে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেরুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতা করার মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। তবে বিএনপি এই মামলাকে প্রত্যাখ্যান করে। পিন্টুও এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে ওই মামলার রায়ের বিরুদ্ধে তার দায়ের করা আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে। নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন পিন্টু। তবে তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টু পুরনো ঢাকার আজিমপুর-লালবাগ এলাকার সংসদ সদস্য ছিলেন। গত ১০ এপ্রিল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহীতে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা: রইস উদ্দিন জানান, বেলা ১২টার দিকে পিন্টুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি মারা যান তার আগেই। কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে জানান ওই চিকিৎসক। গত ২০শে এপ্রিল নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে নেয়া হয়েছিল পিন্টুকে। ২০০১ সালের নির্বাচনে পুরান ঢাকার লালবাগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাসির উদ্দিন পিন্টু।


     এই বিভাগের আরো খবর