,

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সংসদ সদস্য আবু জাহির বলেছেন হবিগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে আর অবহেলিত থাকবেনা। আগামী সেশন থেকে হবিগঞ্জে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হবিগঞ্জে যেভাবে শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে তাতে হবিগঞ্জের মানুষ অশিক্ষিত ও বেকার থাকবেনা। তিনি গতকাল হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্টানে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, ফ্যাসিলিটিজ বিভাগের সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায় ও অভিভাবক সদস্য শামসুজ্জামান চৌধুরী প্রমুখ। তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি তুলে ধরে বলেন বর্তমান সরকার ৬ষ্ট থেকে ১০ শ্রেনী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে। বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই সরবরাহ করায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ৫ বছর আগে হবিগঞ্জে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪ হাজার। বর্তমানে ১ লক্ষ ৪০ হাজারে উন্নীত হয়েছে। সরকার বিনা বেতন ও বই সরবরাহ করায় এখন ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সন্তানদের প্রতি নজর রাখুন তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তিনি শিক্ষার্থীদেরকে নোট বই কেনার চাপ দেওয়া থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের আহবান জানান। সাংসদ জাহির শিক্ষার্থীর প্রতিদিন কমপক্ষে ৫ ঘন্টা পড়াশোনা করারও আহবান জানিয়ে বলেন, ডিজিটালের এই যুগে মোবাইল ফোন দরকার আছে তবে স্কুলে মোবাইল ফোন ব্যবহার থাকতে হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক সারোওয়ার আলম।


     এই বিভাগের আরো খবর