,

সাংবাদিক নির্যাতন সভ্য সমাজের আচরণ নয়!

সারা দেশে শান্তি নাই, সাংবাদিকদের ঘুম নাই! ভালা মানুষের ভাত নাই, এই দেশের আদালতে আইন তাকলে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে চাই। কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, সেই কলম দিয়ে সাংবাদিকরা অন্যায় অত্যাচারের বিরোদ্ধে এবং এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড ও সাধারন জনগণের জন দূর্ভোগের কথা তুলে ধরেন লেখনির মাধ্যমে। সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বিভিন্ন ক্ষেত্রে তারা গুরত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা বিভিন্নভাবে হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত নাজেহাল হচ্ছে জাতির বিবেক সাংবাদিকরা। সংবাদপত্রে দেশের মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ ও বিভিন্ন ধরনের তথ্য পরিবেশন করাই কলম সাংবাদিকদের কাজ। সংবাদপত্রের মাধ্যমে মানুষ সচেতন হতে পারে। এর মাধ্যমে জনমত তৈরি করা সম্ভব। সংবাদপত্রের মাধ্যমে মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে। এর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা এবং তার সম্ভাব্য সমাধানও জানা যায়। সমাজের সার্বিক উন্নয়নে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু গত কয়েক মাসে দেশের ইতিহাসে নজীরবিহীন সাংবাদিকদের উপর হামলা ও লাঞ্চিতের ঘটনা ঘটেছে। বিভিন্ন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের পোহাতে হচ্ছে নানান রখম সমস্যা। স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিল সংবাদকর্মীরা তাও ভুলে যাচ্ছেন স্বাধীনতার সপরে অনেক নেতারাও। ইলেক্ট”নিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়ার কোন সাংবাদিক এখন নিরাপদ নন, যখন তখন যেকেউ তাদের করছে হামলা দিচ্ছে ছোট বড় অনেক হুমকিও। দেশে সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও এর বিচার পায়নি অনেক নিহত সাংবাদিকের পরিবারের কেউ, বরং তাদের বসবাস করতে হচ্ছে হুমকির সাথে যুদ্ধ করে। দেশ বিদেশের মানুষের কাছে বার্তা পৌছিয়ে দেয়ার নায়কদের তাদের পবিত্র দায়িত্ব পালন করতে প্রতিনিয়ত বাঁধা প্রদান করছে একটি কুচক্র। যে সাংবাদিকরা তাদের পবিত্র দায়িত্ব পালন করতে কলম হাতে নিয়েছে, সে সাংবাদিকরা কলমের কালি দিয়ে দেশের প্রোপট বদল করতে বেশি সময় লাগবেনা বলে আমার মণে হয়। হামলাকারী ও লাঞ্চিতকারী যে ই হউক তাদের বিচার না হলে কলমের কালি বদল হওয়ার সম্ভাবনা এখন বেশি। কবে সাংবাদিকরা পাবে তাদের আসল স্বাধীনতা, কবে তারা মুক্ত হবে কুচক্রকারীদের কালো চক্ষুর নজর থেকে। সাংবাদিকদের প্রশ্ন এটাই ।
লেখক
মতিউর রহমান মুন্না


     এই বিভাগের আরো খবর