,

বিস্মিত ১৬টি গাছ

সময় ডেস্ক ॥ গাছেরও প্রাণ আছে বলে বিজ্ঞানীদের দাবি। পশু পাখি ও মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে গাছ। গাছ না থাকলে হুমকির মুখে মানবসভ্যতা। কিন্তু আপনাদের কি জানা আছে পৃথিবীতে গাছের সংখ্যা কত কিংবা কত প্রকারের গাছ রয়েছে? ধারণা অনুযায়ী পৃথিবীতে ৪শ’ বিলিয়নেরও বেশি গাছ রয়েছে এবং ২৩ হাজার প্রকারের গাছ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত। আমরা প্রতিদিনই কোন না কোন গাছ দেখে থাকি। কিন্তু আমরা কি জানি প্রতিটি গাছই মানুষের মতো একটি অপরটি থেকে ভিন্ন। গাছের উপকারিতারও তো শেষ নেই। বন্যপ্রাণীদের সংরক্ষণ ও নানা প্রকারের ঔষধও বৃক্ষের ছাল, পাতা, ফুল, বীজ, ও ফল দ্বারা তৈরি করা হয়।


     এই বিভাগের আরো খবর