,

দাফনের আটদিন পর নবজাতক জীবিত উদ্ধার

সময় ডেস্ক ॥ ঘটনাটি জাহেলিয়াতের সময়ের নয়। বর্তমান সময়ের চীন দেশের কাহিনী। চীনের এক দম্পত্তির ঠোঁট কাটা নবজাতক জন্ম নেয়ার কারণেই নিজ সন্তানকে দাফন করে দিল। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় আট দিন পরেও শিশুটি জীবিত উদ্ধার হয়। ঘটনাটি চীনের দক্ষিণ প্রদেশের গুয়াং শিং এলাকায় ঘটে। বার্তা সংস্থা এএফপি চীনের বেইজিং থেকে স্থানীয় একটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবা মা চায়নি ঠোঁটকাটা শিশুটিকে লালন পালন করবে। এ জন্য একটি দূরগ্রামে বাচ্চাটিকে ফেলে দেয়। দুইদিনপর বাচ্চাটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে কাঠের বাক্সে দাফন করে দেয়া হয়। কিন্তু পানি ও বাতাস শিশুটি পর্যন্ত পৌঁছে ও শিশুটি জীবিত থাকে। চীনের প্রধান টিভি চ্যানেল সিসিটিভি তার অফিসিয়াল সাইটে বলেন, নবজাতককে জুতার বাক্সের সাইজের একটি বাক্সে দাফন করা হয়। কিন্তু বাক্সের আশপাশে গজে উঠা উঁচু ঘাস থেকে শিশুটি অক্সিজেন পায়। সিসিটিভি মঙ্গলবার তার খবরে বলে, প্রথমে শিশুটির সন্ধান দেন এক মহিলা। তিনি শিশুটির কান্নার আওয়াজ শুনেই মহিলাটি শিশুটিকে উদ্ধার করেন। অনলাইনটি জানায়, এ নবজাতকের চিকিৎসকরা বাচ্চাটির চিকিৎসার সময় মুখ থেকে মাটি বের করেন। এ ঘটনায় শিশুটির ৩ আত্মীয়সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর