,

নবীগঞ্জে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর শহরে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নবীগঞ্জ উপজেলা ও পৌর প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকা থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, কাউন্সিলর সন্তোষ দাশ, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, এস.আই আবুল কালাম আজাদ, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় নতুন বাজার এলাকায় অবৈধভাবে গাড়ী পার্কিং করে রাখা এবং অবৈধভাবে গড়ে উঠা কাঁচামালের দোকান পাঠ বসিয়ে যানজটের সৃষ্টি করার প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় নির্বাহী অফিসার স্ব স্ব দোকান পাঠ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর