,

ভয়ংকর সুন্দর!

সময় ডেস্ক ॥ প্রকৃতির অপার সৌন্দর্যও কখনও কখনও ভীষণ ভয়ঙ্কর। অথচ এগুলো এমনই বিস্ময়কর স্থাপত্য, যার রোমাঞ্চ উপেক্ষা করা প্রায় অসম্ভব। যেন অভিসারে ডেকে যায় এই জায়গা গুলি। জেনে নিন, ভারতের এমনই কিছু ভয়ঙ্কর স্থানের কথা : ডারস: ডারস এর অবস্থান কাশ্মীরের প্রান্তে। ডারস কে বলা হয় পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান। ডারসকে বলা ‘গেটওয়ে অফ লাদাখ’ নাস্টার হচ্ছে, জঙ্গল আর নদীর অপূর্ব সমাহার। এটি মাও অধ্যুষিত এলাকা। মানুষজন বিশেষ নেই বললেই চলে। তবে প্রায়ই দেখা মেলে গরিলার। খারাদুঙ্গ লা : লাদাখে অবস্থিত খারাদুঙ্গ লা পৃথিবীর সর্বোচ্চ রাস্তা। খাদ, সংকীর্ণতা, বরফ সব মিলিয়ে এক রোমাঞ্চকর পথ। আর এরই মাঝে অক্সিজেনের স্বল্পতা বেশি বিপজ্জনক করে তুলেছে এই সড়ককে। পামবান ব্রিজ: পৃথিবীর ভয়ঙ্কর ব্রিজ গুলির মধ্যে অন্যতম এই তামিলনাড়-র ‘পামবান ব্রিজ’। বিপজ্জনক এ ব্রিজটি শত বছরেরও পুরানো। যা রামেশ্বর ও ভারতের মধ্যে একটি সংযোগ স্থাপন করেছে। রূপ কুন্ড : উত্তরাখন্ড থেকে ১৬০০০ ফুট উঁচুতে ‘রূপকুন্ড হৃদ’ এর অবস্থান । এই হৃদটি ‘নয়’ এর শতকের কঙ্কালে পূর্ণ। কিস্তোয়ার কৈলাশ রোড: কিস্তোয়ার কৈলাশ রোডের অবস্থান জম্মু-কাশ্মিরে। শুধু ভারতের বললে ভুল হবে পৃথিবীর মধ্যে অন্যতম বিপজ্জনক রাস্তা এই কিস্তোয়ার কৈলাশ রোড। রাস্তাটি এতটাই সংকীর্ণ যে একটি গাড়ির জন্যও তা যথেষ্ট নয়। তাই একে মৃত্যুর দ্বার বলা হয়ে থাকে। কোলি হিলস: কোলি হিলস এর অবস্থান তামিলনাড়-তে। সৌন্দর্য এই রাস্তর কোনায় কোনায়। কিন্তু সুন্দরের মধ্যেই লুকিয়ে আছে বিপদ। শোনা যায়, এই রাস্তায় প্রায়ই এক সুন্দর মহিলার দেখা মেলে, যে তার রূপ দিয়ে সে আরোহীদের হত্যা করে থাকে। এছাড়া এই রাস্তায় রয়েছে ৭০ টি বাঁক। ডুমাস বীচ: এই বীচটির অবস্থান গুজরাটে। শোনা যায় এই বীচ ঘুরতে গিয়ে অনেকেই আর ফেরত আসেনি। ভানগড় ফরেস্ট: রাজস্থানে অবস্থিত এই দূর্গটি স্থাপত্য আর শিল্পকলার অপূর্ব নিদর্শন। সেই সঙ্গে এটি মোস্ট হন-টেড জায়গা।এই ভয়ঙ্কর সুন্দর ভ্রমণ পিয়াসীদের কাছে খুবই আকর্ষনের। আর সে কারণে এসব স্থান ভ্রমণপিয়াসীরা উপেক্ষা করতে পারেন না। অথচ এসব স্থানে রয়েছে পদে পদে মৃত্যুঝুঁকি।


     এই বিভাগের আরো খবর