,

আজ রাত মুক্তির পবিত্র শবে বরাত

স্টাফ রিপোটার ॥ আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ভক্তি ও ভালবাসায় রাতটি উৎযাপন করবে। শাবান মাসের ১৫তম রাত (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। এই রাতটি মুসলিমদের কাছে মুক্তি বা ভাগ্য রজনী বলেও পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা সৌভাগ্য। শবে বরাত মানে হলো মুক্তি বা সৌভাগ্যের রজনী। আরবি (২য় পৃষ্টায় দেখুন) ভাষায় রজনীটির নাম লাইলাতুল বরাত। বিশ্ব মুসলিম এই রাতে ইবাদত-বন্দেগি, দোয়া- মোনাজাত, নামাজ, তেলাওয়াত, জিকির, মিলাদসহ নানা ধর্মীয় কর্মসূচি পালন করে থাকে। মসজিদগুলোতে উৎসবমুখর পরিবেশে পালিত হয় পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তায়ালাও সৌভাগ্যের এই রাতে রহমতের দুয়ার খোলে দেন। অপরাধীকে ক্ষমা করেন। অসুস্থের সুস্থতা দান ও অভাবীর অভাব দূর করেন। মানুষের মনের কল্যাণকর সব ইচ্ছাগুলো আল্লাহ তায়ালা পুরো করেন। তাছাড়া শবে বরাতে রাতভর ইবাদত, পর দিন রোজা ইত্যাদি মাহে রমজানেরই আগাম বার্তা। শবে বরাত দিয়েই শুরু হয় রোজার পূর্ণ প্রস্তুতি। শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাতব্যাপী ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। এছাড়াও রাজধানীসহ সারাদেশের মসজিদ, মাদরাসা, খানকা ও উপাসনালয়ে রাতাটি যথাযত মর্যাদায় পালিত হবে। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ পৃথক পৃথক বাণী দিয়েছেন। সকলেই দেশের শান্তি সমৃদ্ধি, উন্নয়-অগ্রগতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর