,

লন্ডনে ডেভলাপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এমপি মুনিম চৌধুরী’কে সংবর্ধনা

মুস্তাক আহমদ লন্ডন থেকে ॥ আমার স্বপ্ন নবীগঞ্জ-বাহুবলের উন্নয়ন। নবীগঞ্জ-বাহুবলকে দেশের অন্যতম আধুনিক উপজেলা হিসেবে পরিণত করার লক্ষ্যে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। এ মন্তব্য হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুমিন চৌধুরী বাবুর। গত ৩ সেপ্টেম্বর রাতে দীগলবাক ইউনিয়ন ডেভল্যাপমেন্ট এসোসিয়েশন ইউকে লিমিটেড আয়োজিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এম.এ মুমিন চৌধুরী বাবু এমপি বলেন, আমি ছাত্র জীবন থেকে এলাকা তথা দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছি। আমার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগীতার প্রয়োজন। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন আমি নিজেও একজন প্রবাসী, মাতৃভূমির ঋন পরিশোধ করার জন্যে দেশে ফিরে গেছি। তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান জানান। আব্দুল মোমিন চৌধুরী বাবু এমপি বলেন দীঘলবাক গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্যে সংসদে বিল উত্থাপন করবেন। এ সময় প্রবাসীরা তার কছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরলে এমপি বলেন ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা হবে। বিশেষ করে দীঘলবাক ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ ও কয়েকটি রাস্তার উন্নয়নে তিনি আশ্বাস প্রদান করেন। তিনি বলেন তার সময়ে নবীগঞ্জে ২৪টি ও বাহুবলে ১৪টি রাস্তার পাকা করা হয়েছে। তার নির্বাচনী এলাকায় তিনটি কলেজের উন্নয়ন-কুর্শি-ঘোলডোবা রাস্তার উন্নয়নে ওয়ার্ল্ড ব্যাংক থেকে সাড়ে তিন কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। পূর্ব লন্ডনের সোনার গাঁও রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, কাউন্সিলার রহিমা রহমান, যুুক্তরাজ্য জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট দেওয়ান এবাদ হোসেন, লন্ডন মহানগর জাপার প্রেসিডেন্ট সামসুল হক, মুক্তিযোদ্ধা শেখ আশরাফুজ্জামান, ইউকে জাতীয় পার্টির উপদেষ্টা আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কালাম, উপদেষ্টা আব্দদুল মতিন। সম্বর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কোষাধ্যক্ষ শেখ শামীম আহমদ, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা মোমতাজ, মৌলভাবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, ইনাতগঞ্জ-দীঘলবাক গণদাবী পরিষদের আহবায়ক কমিটির সদস্য আছাবুর রহমান জীবন, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট নেহার মিয়া চৌধুরী, লন্ডন নবীগঞ্জ এসোসিয়েশনের প্রেসিডেণ্ট ইমিগ্রেশন এডভাইজার শামীম চৌধুরী, সংগঠনের কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ আজমল হোসেন এমরান, মাহমদ মিয়া, মিসবাহ উদ্দিন, ব্যারিস্টার আতাউর রহমান, আবু তালেব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম। এর পর নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মোতাহের রহমান আক্কাছ মিয়া, সংগঠনের ফাউন্ডার সেক্রেটারী ফজলু মিয়ার সহধর্মীনি মিসেস ফজলু মিয়া ও সংগঠনের সদস্য মাহমদ মিয়ার পিতা মানিক মিয়ার মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় দীঘলবাক ইউনিয়ন ডেভলাপমেন্ট এসাসিয়েশনের সংক্ষিপ্ত ইতিহাস পাঠ করেন সংগঠনের সেক্রেটারি ফজলুর রহমান, সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরেন টেজারার শেখ শামীম আহমদ সংবর্ধিত অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন সংগঠনের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী শেখ জোবের হোসেন সুহেল।


     এই বিভাগের আরো খবর