,

হবিগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জের পৌর বাস টার্মিনাল এলাকা থেকে ৫০ রিয়ালের ৫টি নোট, ২৫০ সৌদি রিয়ালসহ ২ প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টায় শহরের পৌর বাস টার্মিনাল এলাকা থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাট গ্রামের আরব আলীর ছেলে সেজনুর হোসেন (৩০) এবং একই উপজেলার মণিকান্দি গ্রামের অমর শেখ ওরফে আফতাব শেখের ছেলে সোহরাব শেখ (৪৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কিছুদিন ধরে সেজনুর ও সোহরাব হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে সৌদি রিয়াল, আমেরিকান ডলার ও ইংল্যান্ডের পাউন্ড বিক্রির নামে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় অবস্থিত ইসকন মন্দিরের সেবায়েত রাজ গোবিন্দের কাছে বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকার সৌদি রিয়াল ৬ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে রাজগোবিন্দ শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় তাদের কাছ থেকে সৌদি রিয়াল আনতে যান। এক পর্যায়ে তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে রাজগোবিন্দ লোকজন ডাকেন। পরে স্থানীয়রা ২ প্রতারককে আটক করেন। পরে তাদের কাছ থেকে উপরে ৫টি ৫০ সৌদি রিয়ালের নোট রেখে ভিতরে সাবান দিয়ে মোড়ানো অবস্থায় একটি বান্ডিল জব্দ করেন। এরপর তাদের গণপিটুনি দিয়ে সদর থানায় খবর দিলে এস আই ওমর ফারুক ও এস আই মিজানের নেতৃত্বে একদল পুলিশ ঐ ২ প্রতারকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যপারে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক উমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর