,

কেন প্রতিটি সিনেমায় নিজের শরীরে জামাকাপড় রাখেন না ‘সাল্লু ভাই’?

সময় ডেস্ক ॥ জামাকাপড় খুলে নিজের শরীরের পেশীবহুল দেখিয়ে ভক্তদের মন মাতানো সাল্লু ভাইয়ের অনন্য বৈশিষ্ট্য । কিন্তু আপনি কি জানেন, কেন এই তারকা এমনটা করেন? প্রায়ই ভক্তদের মনে এই রকম পশ্ন আসে। জানতে ইচ্ছে হলেও উত্তর খোঁজাই দায়। তবে এবার ভক্তদের মনের এই প্রশ্নের অবসান ঘটালেন বলিউডের অন্যতম অভিনেতা সালমান খান। নিজের বাড়িতেও নাকি কাপড় পরতে পছন্দ করেন না তিনি! সম্প্রতি এক ফ্যাশন শোতে গিয়ে এই কথা স্বীকার করেন সালমান। তিনি বলেন, “আমি কাপড় পরে থাকতে পছন্দ করি না। যখন আমি কাপড় গায়ে দেই আমার কেমন যেন লাগে।” সালমান আরো বলেন, “কোনো দিন যদি আপনারা আমার বাড়িতে আসেন, নিজেরাই দেখবেন। শুধু আমিই নই, আমার বাবাও ঘরে কম কাপড়চোপড় পরতে পছন্দ করেন। মাঝে মাঝে প্যান্টের সঙ্গে হাতকাটা গেঞ্জি, শার্ট কিংবা খালি গায়ে ঘুরি আমরা।” সিনেমাতে তো বটেই, বিভিন্ন অনুষ্ঠানেও নিজের উধ্বার্ঙ্গ উন্মুক্ত করাটাকে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিণত করেছেন এই তারকা। মূলত একে এক প্রথায় রূপ দেন ‘প্যায়ার কিয়া তো ডারনা ক্যায়া’ (১৯৯৮) সিনেমার জনপ্রিয় গান ‘ও ও জানে জানা’ থেকে। ঐ গানে প্রথম খালি গায়ে নেচেছিলেন সালমান।


     এই বিভাগের আরো খবর