,

নবীগঞ্জে চাঞ্চল্যকর সিএনজি শ্রমিক বেলাল হত্যাকন্ডের ৩ আসামী কারাগারে

ষ্টাফ রিপোটার ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যাকান্ড মামলার অন্যতম আসামী ইকবাল আহমদ, নুহিন মিয়া ও মইনুল মিয়াকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামীদ্বয় গতকাল রবিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেশমা বেগমের আদালতে আত্ম সমর্পন করলে তাদেরকে কারাগারে প্রেরনের নিদের্শ প্রদান করেন। আটককৃত ইকবাল নহরপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে, নুহিন সদরঘাটের সজ্জাত মিয়ার ছেলে এবং মইনুল মাইজগাঁও গ্রামের আছদ্দর আলীর ছেলে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মা-হোটেল ও মাইওয়ান ব্যবসা প্রতিষ্টানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও সামছু মিয়া’র নেতৃত্বে উল্লেখিত আসামীরাসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিঁয়ে রক্তাক্ত জখম করে। মূমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রচুর রক্তকরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলাল মিয়ার মৃত্যু ঘটে। নিহত বেলাল মিয়া পৌর শহরের নোয়াপাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানাজার ফারুক মিয়ার ছেলে এবং পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী ও মিয়াধন মিয়ার ভাতিজা। ঘাতকদের গ্রেফতার ও ফাঁিসর দাবীতে সিএনজি শ্রমিক ইউনিয়ন কপিন নিয়ে শহরে মৌন মিছিল ও শোক র‌্যালী বের করে। ২৭ এপ্রিল সোমবার বিকালে জানাযার নামাজ শেষে তাকে নোয়াপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা ফারুক মিয়া গত ২৮ এপ্রিল রাতে ২৮ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা নং ৪১ তাং ২৮/০৪/২০১৫ইং দায়ের করেন। এদিকে চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার আসামীদের ফাসিঁর দাবীতে মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে আইনগাঁও সড়ক সিএনজি শ্রমিক ইউনিয়ন। অপর দিকে গত ২০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ২৮ জন আসামীর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জসীট প্রেরণ করেন। এ ব্যাপারে মামলার বাদী নিহত বেলালের পিতা ফারুক আহমদ দাবী করেন চার্জশীট থেকে যে ১০ জনকে অব্যাহতির আবেদন করা হয়েছে তারা হত্যাকান্ডের ঘটনার মূল হুতা। এবং এলাকায় প্রভাবশালী ও ধর্ণাঢ্য। তিনি পুলিশ প্রভাবিত হয়ে তাদের নাম বাদ দিয়েছেন বলেও অভিযোগ করেন।


     এই বিভাগের আরো খবর