,

ওল্ডহ্যাম আওয়ামীযুবলীগের জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্টিত ॥

মোস্তাক আহমেদ গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি ॥
গত ৪ঠা নভেম্বর ২০১৫ইং রোজ বুধবার দুপুর এক ঘটিকায় স্থানীয় ও.বি.এ মিলিনিয়াম সেন্টারে যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখার উদ্দ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিশিষ্ট যুবনেতা ওল্ডহ্যাম যুবলীগের সংগ্রামী সহ-সভাপতি মোহাম্মদ নানু মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা সঞ্চালনা করেন উদিওমান যুবনেতা সাংবাদিক যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে সভার শুরুতে পনরই আগষ্ট নিহত, একুশে আগষ্ট নিহত, স্বাধীনতা সংগ্রামে নিহত সহ বিভিন্ন প্রগতিশিল আন্দোলনের নিহত সকল শহীদের জন্য দাড়িয়ে সুরা ফাতেহা ও সুরা এখলাস পাঠ করেন। আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গীতিকার মোফাজ্জিল খান, প্রধান বক্তা ওল্ডহ্যাম আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কলামিষ্ট সাংবাদিক মোহাম্মদ আজিজুর রহমান দারা, অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আকল মিয়া, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ওল্ডহ্যাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মদরিছ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন, সহ প্রচার সম্পাদক এবং ওল্ডহ্যাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি আব্দুল হক চৌধুরী, আব্দুল মোমীন, বক্তব্য রাখেন ওল্ডহ্যাম যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, যুবনেতা আশরাফুর রহমান নাহিদ, যুবনেতা আসিক উদ্দিন, যুবনেতা আবুল কালাম, যুবনেতা জয়নূল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তাগন ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতিয় চার নেতা হত্যাকারিদের স্বাধীনতার দুষমন বলে দাবি করেন। নেতারা বলেন বঙ্গবন্ধুর হত্যার মামলার পলাতক আসামীদের ধরে দেশে নিয়ে রায় কর্যকর করা বাংলার গনমানুষের দাবী। অনতি বিলম্বে জমাত তথা যুদ্ধাপরাধীদের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। বক্তারা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান। সভার শেষ পর্বে শির্ন্নি পরিবেশন করেন ওল্ডহ্যাম যুবলীগের নেত্রীবৃন্ধ।


     এই বিভাগের আরো খবর